বিশ্বাস-সৃষ্টি মুখার্জ্জী
বিশ্বাস কাউকে ঠকায় না,
ঠকায় তো আমাদের অন্ধবিশ্বাস।
বিশ্বাস হয়ে থাকে সকলের কাছেই বেনামী,
যতক্ষণ চলে আমাদের শ্বাস।
মিথ্যে দোহাই অনেকেই দেয়
বিশ্বাস করার নামে,
আর কিছু মানুষ বড়োও হয়
নিজ বিশ্বাসেরই দমে।
কেননা ভাগ্য বদলাতে হাতের রেখার নয়,
শুধু একটু আত্মবিশ্বাসের প্রয়োজন হয়।
জীবনে বড়ো হতে নিন্দুকদের কু-পরামর্শ নয়,
বরং, নিজের কাজের উপর বিশ্বাস ও আস্থারই প্রয়োজন হয়।
বিশ্বাস কাউকেই ঠকায় না,
ঠকায় তো আমাদেরই অন্ধবিশ্বাস।
সর্বদা সকলের কাছে বিশ্বাস থাকে বেনামী,
যতক্ষণ থাকে আমাদের শ্বাস।
8 views0 comments