এক টাকাতেও আপেল মিষ্টি!!!
Updated: Aug 6, 2019
দুপুরবেলার ট্রেন, ভিড় সেরকম ছিল না। আমার মতই আলসেমি জড়ানো দুপুরে ছড়িয়ে ছিটিয়ে বসে থাকা কিছু প্যাসেঞ্জার। ট্রেন ছুটল গন্তব্যের দিকে। বাতাস ভেদ করে ট্রেনের এগিয়ে যাওয়ার শব্দে আলসেমিটা যেন আরও বেড়ে গেল।
হঠাৎ করে উচ্চস্বরে কেউ বলে উঠল- 'ভগবানের কি সৃষ্টি....' আলসেমি ঝেড়ে সবার নজর যখন মাথার উপর পেল্লায় ঝুরি নিয়ে দাঁড়িয়ে থাকা মানুষটির দিকে; ঠিক তক্ষুণি ছোট্ট সাইজের একটা আপেল বের করে সে বলে উঠল, 'এক টাকাতেও আপেল মিষ্টি'।
সালটা ১৯৯৯ , আমাদের দেশে ডিজিটাল মার্কেটিং শুরু হলেও ব্যপ্তি ছিল পিসি-র ডেস্কটপ পর্যন্ত। আর তখন মোবাইল ফোন কোথায় ? স্ট্যাটাস সিম্বল, হাতে গোনা জনাকয়েকের হাতে উঁকি মারত, স্মার্ট ফোনের প্রসঙ্গ নাই বা টানলাম।
ট্রেনের হকারটি কোথাও কোনো মার্কেটিংয়ের ভাষা শুনে আসেননি। তবে শিখিয়ে গেলেন ভাষার প্রয়োগ। ১ টাকাতে আপেল মিষ্টি হোক বা না হোক, 'ভগবানের কি সৃষ্টি....?' তা কিন্তু জানতে বাধ্য করেছিলেন কমপার্টমেন্টের সব্বাইকে।
দালিয়া