সভ্যতার শিখরে! – জিনিয়া কর
Updated: Aug 9, 2019
সভ্যতার শিখরে পৌঁছে মানুয সভ্য হয়নি এখনও প্রতিশোধ লিপ্সা, ধ্বংসের ইচ্ছা প্রশমিত হয়নি এখনও
শতবর্ষ হতে মহা শস্ত্র হাতে ধ্বংস করেছে ধরণী, রোষে আক্রোশে হিংসার বশে কাঁপিয়ে তুলেছে মেদিনী। তবুও মানুষ, সভ্য তো হয়নি এখনো!
ক্ষুধায় কাতর মানুষ এখনও, মুখে নেই তার অন্ন; তবুও তার হাতে ভীষণ অস্ত্র, দাপায় ধরণী আস্ত! ধুলায় লুটায় মায়ের আঁচল দু’চোখ ধারায় সিক্ত; শোনিতের স্রোতে ভিজছে পৃথিবী, তবু হয় না সে ক্ষান্ত। তবুও মানুষ, সভ্য তো হয়নি এখনো! দাঁত নখ নিয়ে হিংস্র মানুষ রক্ত লোলুপ পিপাসার্ত; করেছে নষ্ট সুখের জীবন, হয়েছে সর্বশান্ত|
পুরুষের মান নারীতে যখন ; নারী হয়েছে পর্দানবীশ; রেখেছে তারে অবলা করে, শিখিয়েছে তাকে কুর্নিশ| বেচাকেনা চলে লুন্ঠিত নারীর পশুর অধম ঘৃন্য ! শতবর্ষ পরেও আজও নারী পুরুষের ভোগ্য পন্য | সভ্যতা আজো এতদূর এসে
রয়ে গেছে সেই রিক্ত…
সভ্য মানুষ আজো সেই আছে
সভ্য হয়নি এখনো।
জিনিয়া কর