মেঘলা আকাশ – দালিয়া
Updated: Aug 9, 2019
একটা নৌকা ছিল তোমার ঘাটে বাঁধা আর একটাতে শুধুই ফন্দি ফিকির ভরা,
মাঝ দরিয়ায় জলের আঁকিবুকি মনটা খালি ভার হয়ে যায় বুঝি
পদ্ম পাতায় জলের টলমল স্ফটিক জলে পদ্ম কোথায় পাবি!!!
হঠাৎ যখন মেঘলা আকাশ ঝাঁপিয়ে পড়ে নদীর বুকে কিছুটা তার আমার মনেও ছড়িয়ে পড়ে হঠাৎ তখন
আমার মেঘলা মনে বৃন্দাবনী বাঁশির সুরে রাধা পিয়াসী
দালিয়া
5 views0 comments