মুখ – বজেন্দ্রনাথ ধর
Updated: Aug 9, 2019
আমার মুখে স্বর্গ মর্ত্য
আমার মুখে পাপ
ঘাস আমার হাড়-মাংস
ঝাঁপানো মেঘ বাপ
আমার মুখে জন্ম-মৃত্যু
আমার মুখে ঋণ
কে থাকে আর নাট্যশালায়
নায়ক চিরদিন
আমার মুখে আধি-ব্যাধি
আমার মুখে ভয়
নুনের বস্তা লুঠ হয়ে যায়
হয় না সূর্যোদয়
আমার মুখে ক্ষ্যাপা-চুমো
আমার মুখে সিঁড়ি
রাজ্যে রাজ্যে বস্ত্র হরণ
চোখ বাঁধা ঈশ্বরী
আমার মুখে রঙ্গমঞ্চ
আমার মুখে নীল
বুকে ব্যাধি যাচ্ছ কোথায়
ছলছলে নিখিল
আমার মুখে তুমি ও সে
আমার মুখে সখা
এ চোখে সে চোখের আলো
করছে বকাঝকা
আমার মুখে জলবিন্দু
আমার মুখে সাপ
যাক ভেসে এ জনমের
সকল মনস্তাপ
বজেন্দ্রনাথ ধর
2 views0 comments