পিয়ার তরে – দালিয়া
Updated: Aug 9, 2019
হিমেল কালো বৈশাখেতে, মনের মাঝে মন জমেছে, কয়েক ফোটা বৃষ্টি তাতে, ঠোঁটের কোণে ঠোঁট ছুঁয়েছে ।।
একতারাতে ডুব দিয়েছে, ছন্নছাড়া বাউল প্রেমিক, মন মজেছে প্রেম ভেলাতে, সুরের তালে তাল মেলাতে ।।
পিয়ার পথে বাঁধ না সেধে, বৃষ্টি তুমি জিরিয়ে নিও, আমার মনে পিয়ার প্রবেশ, অঝোর ধারায় এবার এসো।।
দালিয়া
3 views0 comments