অমরত্ব – সুস্মিতা দে হাজরা
Updated: Aug 7, 2019
যদি নতুন করে খুঁজে পাই এই ধরো, অমরত্ব! সমুদ্র সেদিন কি সূর্যের আলো মেখে হবে দূরগামী?
আত্মার প্রহরী সেদিন শূন্য শুষ্ক রাতে দেবে নিজের স্বীকারোক্তি?
যুক্তি বুদ্ধি সব দূরে থাক্। তুমি তো নিজেই নিজের মুক্তিদাতা এই মুক্তি শুধু তোমার একারই থাক্ না!
একাকীত্ব তোমার সঙ্গী, বুকের মাঝে জ্বলন্ত অঙ্গার। নিশ্বাস তোমার কর্তব্য, এই অমরত্ব তো শুধুই তোমার।
সেখানে নেই কোনও উত্থান, হতাশাও নেই, ধৈর্যের পরীক্ষা নেই। সময় যেখানে হিসাবরক্ষক নয়।
আবার নতুন করে পাওয়া, অমরত্ব! সমুদ্র এখানে বয়ে চলে, শ্বাশ্বত সূর্যের আলো মেখে।
1 view0 comments