মুহূর্ত – সৌমিত্র গুহ
Updated: Aug 1, 2019
কবি হতে লজ্জা করে আমার
বরং আমি আড্ডাবাগীশ হব,
কবির ঘরে কেরোসিনের অভাব,
কৃষ্ণপক্ষে জোছ্না কোথায় পাব?
একেকটা দিন সারা শহর ঘুরে,
প্রকাশকের কুঞ্চিত-ভ্রু মেলে,
ভাবনাগুলো সিগারেটের ডগায়,
দিস্তে দিস্তে পোড়ে আগুন পেলে।
কবি এখন পরম আদর পেয়ে
জামা কিংবা পাঞ্জাবীতে শোভেন,
বইমেলাতে মধ্যমণি হয়ে,
পিলসুজেতে সলতে হয়ে জ্বলেন।
কবি হতে ঘেন্না নেইকো মোটে,
কপাল যদি ফেরে মলাট গুণে,
ক’টা বছর মোবাইল সেলুলারে,
সন্ন্যাসী হই ঘোমটা টেনেটুনে।
সৌমিত্র গুহ
6 views0 comments