আমার আকাশ – দালিয়া
Updated: Aug 9, 2019
ছাদের ঘরে চাঁদ জ্বলেছে
আলোয় নাকি ঘর ভরেছে
ছাদের ঘরে আকাশ কাছে
হাত বাড়ালেই শুধু ডাকে
যখন তখন রাত বিরেতে
হঠাৎ যদি দেখে ফেলে
আমি কি আর এতই নিলাজ!
লজ্জাসরম আমিও যে পাই…
তোমার আকাশ বিশাল জানি
আমার হৃদয় ক্ষুদ্র খালি
তাই তো শুধু ভুল হয়ে যায়
তোমার আকাশ আমার ভাবি
তবে তোমার আকাশ তোমারই থাক
ছাদের ঘরে চাঁদের আলো
ওইটুকুতো আমারই থাক…
তোমার সীমায় আমার প্রবেশ
আমার বুকেই শেষ হয়ে যাক…
দালিয়া
3 views0 comments