অনেক দামি – দালিয়া
Updated: Aug 9, 2019
পুরনো ঝালোরের পাশে
ধুলো পড়া ফ্রেমটাতে,
ধুলো ঝেড়ে কবিতাতে
এঁকে দিল কবিতাটা,
কবি, তবু কবি নয়, আঁতেল বলেও ভুল হয়
ভুল, তবু ভুল নয়;
তাই পুরনো ঝালোরের পাশে
পড়ে থাকা ফ্রেমটাতে
আবার ধুলো পড়ে যায়…
আমার চোখ জ্বলে যায়…
মন জ্বলে যায়…
তবু হৃদয় তোকেই ভালোবেসে যায়
তোর চাওয়ার দাবি তোকেই দিতে পারি
আসলে তুই সত্যি অনেক দামি…
দালিয়া
0 views0 comments