ওঁরা বাঁচতে চেয়েছিল – দালিয়া
Updated: Aug 9, 2019
ওঁরা বাঁচতে চেয়েছিল
ঋত্বিক ঘটকের মেঘে ঢাকা তারাতে
কোমল গান্ধারের সুবর্ণ রেখার তীরে
ওঁরা বাঁচতে চেয়েছিল
বিভূতিভূষণের পথের পাঁচালীতে
বাঁচতে ওঁরা পারেনি
মৃত্যুর ঠোঁটে ঠোঁট রেখে বলে
আমার যাবার সময় হল তবে
কুয়াশা হয়ে এসে বলে
শান্তি কি পাব তবে?
‘হাজার বছর পরে, দূর অন্ধকারে’
শান্তি নিয়ে এসেছিল ‘নাটোরের বনলতা’ কবে?
দালিয়া
4 views0 comments