সময় – সৌরভ বসু
Updated: Aug 7, 2019
জীবনের রঙ্গমঞ্চটা বদলায় না কোনওদিনই পালটে যায় শুধু মুখ…বদলে যায় মুখোশ কারোর হাতে থাকে নাটকের বড় অংশ কেই বা টিকে থাকে মুখ দেখানোর ভিড়ে যবনিকা ওঠে…নামে… পড়ে হাততালি, মেলে কর্কশ বাহবা কেউ পায় অটোগ্রাফের সুযোগ কেউ থেকে যায় পর্দার আড়ালে, নিরবে রঙ্গমঞ্চের অভিনয়, এগিয়ে দেয় অনেককে অনেকে হারিয়ে যায় প্রতিযোগিতার ভিড়ে চেনা হয় অচেনা, অচেনা হয় কাছের মানুষ এভাবেই চলে ওঠা নামার খেলা বেঁচে থাকার সংগ্রাম, টিকে থাকার লড়াই টিকে থাকে রঙ্গমঞ্চের মুখোশগুলি হারিয়ে যায় পর্দার আড়ালের মুখগুলি অচেনা ভিড়ে…

1 view0 comments